এই মুহূর্তে কলকাতা

দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে।

কলকাতা, ৫ জুলাই:- পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যথেষ্ট ভালো৷ দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যে সার্বিক পরিস্থিতি আয়ত্তের মধ্য়েই রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানীভবনে সাংবাদিক বৈঠক করেন মনোজ মালব্য৷ সেখানেই রাজ্য পুলিশের মহানির্দেশক এই বক্তব্য তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে একদম উপরমহল থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে কোনও এলাকায় কোনও গন্ডগোলের খবর সামনে আসলে কড়া হাতে তা দমন করতে হবে এবং অভিযুক্ত প্রত্যেককে নিজেদের হেফাজতে নিতে হবে। আমরা এই গাইডলাইন মেনে চলছি। ফলে দেখছি যে বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া রাজ্যের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।’’

তাঁর আরও দাবি, যেখানেই গন্ডগোলের আভাস পাওয়া গিয়েছে সেখানে রাজ্য পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে গিয়ে রাজ্যে শান্তি ফেরানো ব্যপারে কড়াবার্তা দেন৷ অশান্তি কমাতে পুলিশ ও প্রশাসনকে তিনি 48 ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন৷ সেই সময়সীমা বুধবার শেষ হওয়ার কথা৷ তার আগেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের মহা নির্দেশক হিংসার অভিযোগ খন্ডন করে দিয়েছেন।