এই মুহূর্তে জেলা

জগৎবল্লভপুরে আইএসএফের প্রচার চলাকালীন ফের হামলার অভিযোগ।

হাওড়া, ২ জুলাই:- হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফের ভোটের প্রচার চলাকালীন ফের হামলার অভিযোগ উঠলো। রবিবার সকালে টোটোয় প্রচার করছিলেন জগৎবল্লভপুর ২ গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথের পঞ্চায়েত সমিতির প্রার্থী দীননাথ মুখোপাধ্যায়। সে সময় দুষ্কৃতীরা ইছানগরী নিমতলায় তার উপর হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় দীননাথকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জগতবল্লভপুর থানায় আইএসএফের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। এই বিষয়ে জগৎবল্লভপুর ১ এর ২৩ নং বুথের প্রার্থী শেখ মইদুল ইসলাম জানান, পুলিশের অনুমতি নিয়েই প্রচার হচ্ছিল। শাসক দল আশ্রিত কিছু দুষ্কৃতী আমাদের পঞ্চায়েত সমিতির আইএসএফের প্রার্থী দীননাথ মুখোপাধ্যায়কে মারধর করে। ওনার গাড়ি ভেঙে দেওয়া হয়। ওনার শরীরে আঘাত লেগেছে। আমরা পুলিশের অনুমতি নিয়ে জগৎবল্লভপুর ১ এবং ২ এলাকায় প্রচার করছিলাম।

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা প্রতিটি মানুষেরই আছে। যে যাকে খুশি ভোট দিতে পারে। আমরা আইএসএফ করছি ওনাদের তাই অসুবিধা হচ্ছে। জগতবল্লভপুরে বিজেপি ১৩টা সিটে প্রার্থী দিয়েছে। সেখানে কোনও সমস্যা নেই। শুধুমাত্র আইএসএফ প্রার্থী দেখে অশান্তি সৃষ্টি করছে। আমাদের মারার হুমকি দিচ্ছে। এই ব্যাপারে প্রশাসনের কাছে জানানো হয়েছে। অন্যদিকে, জগৎবল্লভপুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রঞ্জন কুন্ডু বলেন, রাজ্যে ভোটের নমিনেশন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত জগৎবল্লভপুর শান্ত। এখানে সকলেই অবাধে ননিনেশন দিয়েছে। অবাধে প্রচার করছে। কাউকে কোথাও কোনও বাধা দেওয়া হয়নি। কোথাও যদি কিছু ঘটে থাকে তা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। ওদের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে প্রতিদিনই অশান্তি, মারামারি নিজেদের মধ্যে হচ্ছে। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই।