এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত ভোটে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসলো কমিশন।

কলকাতা, ৩০ জুন:- পঞ্চায়েত নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে শুক্রবার বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসল রাজ্য নির্বাচন কমিশন। বিএসএফের আইজি এসসি বুদাকোটি এবং রাজ্য পুলিশের অফিসার আইজি আর্মড ফোর্স রাজেশ যাদব এর সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সূত্রে জানা গেছে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, স্পর্শ কাতর অতি স্পর্শকাতর বুথ নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও রাজ্য প্রশাসন এর সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় করে বিধি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রশাসনের পক্ষে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম উপস্থিত ছিলেন। জানা গেছে এরিয়া ডমিনেশন, নাকা চেকিং, কনফিডেন্স বিল্ডিং সহ আন্তর্জাতিক বোর্ডের নজরদারির জন্য এইসব কেন্দ্রীয় বাহিনী কে ব্যাবহার করা হবে। কেন্দ্র কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে তার উপরে নির্ভর করবে কোন জায়গায় কত বাহিনী মোতায়েন করা হবে বলে সূত্রের খবর। তবে অপেক্ষা করা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে। তার উপরেই নির্ভর করবে সমস্ত প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।