হুগলি, ১৯ জুন:- বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়ার চকবাজার ১ নম্বর সোনাটুলী এলাকা। প্রতিবাদে সকাল থেকে চুঁচুড়া-ত্রিবেণী রুটের চকবাজার মোড়ের কাছে পথ অবরোধ স্থানীয়দের। প্রায় ঘন্টা তিনেক ধরে চলছে অবরোধ। স্থানীয়দের দাবি নমামি গঙ্গের কাজের সময় নিকাশি খালের লক গেট আটকে বিপত্তি।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। ওই রুটে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি অবিলম্বে ওই লোক গেট ভাঙতে হবে। নতুবা তাঁরা অবরোধ তুলবে না।