হাওড়া, ১৮ আগস্ট:- “ডার্বি বাতিল করলে কর, জাস্টিস ফর আরজি কর”। এবার এই স্লোগান তুলে একসাথে মিছিলে হাঁটলেন হাওড়ার ঘটি-বাঙাল সমর্থকেরা। মিছিলে স্লোগান ওঠে “ঘটি-বাঙাল ভাই ভাই, আরজি করের বিচার চাই”। কলকাতায় ডার্বি বাতিল হওয়ার পর এবার হাওড়ার ফুটবলপ্রেমী মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা রবিবার আরজি করের ঘটনার বিচার চেয়ে পথে নামলেন।
রবিবার হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত র্যালি করেন তাঁরা। চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গলের দুই দলের সমর্থকেরা জার্সি পরে দলের পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে এদিন মিছিলে পা মেলান। দুই দলের সমর্থকেরাই এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদ মিছিলে অংশ নেন।