এই মুহূর্তে জেলা

জল, জঙ্গল, নদীর অধিকার কর্পোরেটের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মেধা পাটেকর।

হাওড়া, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবসে হাওড়ার বালির শ্রমজীবী সহযোগী মঞ্চের আয়োজনে সমাজ আন্দোলনের নেত্রী মেধা পাটকর শ্রমজীবী হাসপাতাল সম্প্রসারণের দাবিতে সোমবার এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন। বিশ্ব পরিবেশ দিবসে বেলুড় শ্রমজীবীর অনুষ্ঠানে এসে শ্রমজীবী হাসপাতালের স্থান সংকুলানের অভাবের কথা তুলে ধরেন পরিবেশ আন্দোলনের নেত্রী তথা সমাজকর্মী মেধা পাটকর।

শ্রমজীবী হাসপাতালে আরও রোগী ও পরিষেবা বৃদ্ধির জন্য সংলগ্ন সরকারি জমিও হাসপাতালের হাতে তুলে দেওয়ার দাবি জানান মেধা। এদিন হাসপাতালের জন্য জমির দাবিতে শ্রমজীবীর পদযাত্রাতেও অংশ নেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে মেধা পাটেকর জল জঙ্গল নদীর অধিকার কর্পোরেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ তোলেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে।