এই মুহূর্তে জেলা

দুর্নীতির অভিযোগে নিজের দলের প্রধানের বিরুদ্ধেই অনাস্থা আনলেন সদস্যরা।

আরামবাগ, ৫ জুলাই:- আট লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া ব্লকে। এদিন হুগলির পুরশুড়া চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ মোট ১৪ জন সদস্য পুরশুড়ার সমষ্টি উন্নয়ন অধিকারীক অচিন্ত্য ঘোষের কাছে বেশ কিছু সমস্যা নিয়ে চিলাডাঙ্গী গ্রামপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে হাজির হন। পাশাপাশি উপস্থিত ছিলেন পুড়শুড়া ব্লকের চিলাডাঙ্গী গ্রামের বহু তৃণমূল নেতা কর্মী। তৃণমূল পরিচালিত চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতে প্রধান লিপিকা মাইতির বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি কয়েক লক্ষ টাকা নয়ছয় করেছেন। তার হিসাব চাইলে কয়েকদিন আগে মারধরের ঘটনা ঘটে। প্রধান তাকে মারধরের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর এদিন দলেরই পঞ্চায়েত প্রধানের অপসারণ চেয়ে বিডিওর দ্বারস্থ হলেন উপপ্রধান সহ বেশিরভাগ সদস্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পুড়শুড়ায়। এই বিষয়ে পুড়শুড়ার বিডিও অচিন্ত ঘোষ জানান, চিলাডাঙ্গী পঞ্চায়েতের বেশ কিছু সদস্য অনাস্থা জমা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।সবমিলিয়ে এদিন তৃনমুল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃনমুল পঞ্চায়েত সদস্যেদের অনাস্থা আনার ঘটনায় রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে।