এই মুহূর্তে জেলা

হেলিকপ্টারে বালেশ্বরের উদ্দেশ্যে রওনা হলেন মমতা।

হাওড়া, ৩ মে:- ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঘটনাস্থলে রওনা হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে বেলা ১০-৫০ নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে আকাশপথে উড়িষ্যার বালেশ্বরের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী রাতেই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে দুর্ঘটনাস্থলে পাঠান। সঙ্গে যায় উদ্ধারকারী দলও। এদিন সকালে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি হেলিকপ্টারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। রাতেই ফের কলকাতায় ফেরার কথা তাঁর। এদিকে, মুখ্যমন্ত্রীর পাঠানো টিম শুক্রবার রাতেই পৌঁছে যায় বালেশ্বরে। ওড়িশা সরকার এবং

রেলের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৩৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও সাড়ে ৬০০ জন আহত হয়েছেন বলে রেল সুত্রে জানানো হয়েছে। জানা গেছে, শালিমার থেকে চেন্নাই সেন্ট্রালগামী করমন্ডল এক্সপ্রেস এবং হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। করমন্ডল এক্সপ্রেস বেলাইন হয়ে ধাক্কা মারে যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়িতে। দুটি ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুত হয়।