এই মুহূর্তে কলকাতা

ভয়াবহ রেল দুর্ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত এরাজ্যে ৩১ জনের মৃত্যুর খবর মিলেছে।

কলকাতা, ৩ মে:- ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত এ রাজ্যের ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৫৪৪ জন আহত। বাংলার ২৫ জন বাসিন্দা ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ জন আহতকে রাজ্যে ফিরিয়ে এনে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে জোর কদমে। ত্রাণ এবং উদ্ধারকার্যে সহযোগিতা ও নজরদারির জন্য রাজ্যের চারজন শীর্ষ আই এস আধিকারিক বালাসোরে রয়েছেন। এছাড়া দুজন প্রবীণ আইএসকে মেদিনীপুরে রাখা হয়েছে। এদিন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ৭০০ জন উদ্ধার হওয়া যাত্রীকে নিয়ে বালাসোর থেকে একটি ট্রেন হাওড়ায় পৌঁছায়। ট্রেনে চিকিৎসক দল এবং ওষুধপত্র মোতায়েন রাখা হয়েছিল রাজ্যের তরফে।

খড়্গপুর ে ট্রেনটি পৌঁছালে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার যাত্রীদের সঙ্গে তাদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন। এর আগে দুপুরে শ্রী এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল বেঙ্গালুরু- হাওড়া এক্সপ্রেসে দুর্ঘটনা গ্রস্ত ট্রেনের ৬৩৫ জন যাত্রীকে ফিরিয়ে আনা হয়। ওই ট্রেনের ৩৩ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় একজনকে বিআর সিং রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের পরিবারকে সবরকম সহায়তা করা হবে। রাজভবন বালাসোর আর কটকের হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ রাখছে।