এই মুহূর্তে জেলা

করোনা ও ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করতে বাঁধাই গানের উৎসব মন্তেশ্বরে।

পূর্ব বর্ধমান, ১ নভেম্বর:- মন্তেশ্বর ব্লকের করন্দার সমস্ত গ্রামবাসীর উদ্যোগে, করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় শুরু হয়েছে দুই দিনে বাঁধাই গানের উৎসব। সকালে ও বিকালে মিলিয়ে ২৬ টি জাগায় গানের আসর বসছে। এই উৎসব চলবে আগামীকাল পর্যন্ত, গ্রামের বাসিন্দা রাজীব চ্যাটার্জী জানান বাবা, কাকার আমল থেকে প্রাচীন শতাব্দীর লোকসংস্কৃতি বাঁধাই গানের উৎসব হয়ে আসছে। করন্দা গ্রামের প্রবীণ পালাকাররা বাঁধাই গান লেখেন। সেই গানই বিভিন্ন বেশে পরিবেশন, করা হয়। করন্দা গ্রামের বাসিন্দা তথা বাঁধাই শিল্পী কমলকৃষ্ণ দে জানান

বছরের এই দুইটি দিনের জন্য শিল্পীরা মুখিয়ে থাকেন, এটা গ্রামের একটা উৎসব। প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন কুটুমে ভরে যায়, এই বাঁধাই গান দেখার জন্য। আজ থেকে বাঁধাই গানের উৎসব শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। শতাব্দী প্রাচীন লোকসংস্কৃতি বাঁধাই গানের মাধ্যমে মহামারী করোনাভাইরাস ও মশাবাহিত ডেঙ্গু রোগের বিরুদ্ধে প্রচার ও স্বাধীনতার ৭৫ বছরের সম্বন্ধে দৃষ্টি আকর্ষণ করলেন মন্তেশ্বরের করন্দা গ্রামের লোক শিল্পীরা। এদিন শিল্পীরা গ্রামের বিভিন্ন পাড়ায় আসরের মাধ্যমে নিজেরাই গান বেঁধে তা এলাকাবাসীর সামনে তুলে ধরেন। এলাকাবাসী প্রাচীন লোক সংস্কৃতির আনন্দ নেওয়ার পাশাপাশি শিল্পীদের উৎসাহিত করেন।