এই মুহূর্তে জেলা

বায়রন হল বাই-রান। মন্তব্য হাওড়ার তৃণমূল নেতার।

হাওড়া,৩০ মে:- সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাস জয়ের মাত্র ৩ মাসের মধ্যে দলবদল করে গতকাল সোমবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন। খোদ অভিষেক বলেছেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন।’ আর বায়রনের তৃণমূলে যোগদানকে হাওড়ার তৃণমূল নেতা সুরজিৎ সাহা দলের বাই-রান বলে মঙ্গলবার মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ক্রিকেট খেলায় বাই রান হল ব্যাটিং দল কর্তৃক এক ধরনের অতিরিক্ত রান যেখানে বলটি ব্যাট কিংবা ব্যাটসম্যানের শরীরে আঘাত প্রাপ্ত না হয়েই স্কোর হয়ে যায়। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সদরের অন্যতম সহ সভাপতি সুরজিৎ সাহা বলেন, বায়রন হল বাই-রান। আর বায়রন বিশ্বাসের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াতে বাম-কংগ্রেস জোটের সঙ্গেও বিরোধীতা নেই। এদিন এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন সুরজিৎ। সোমবার ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির সময় সাগরদীঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দেন। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হলেও হাওড়ার তৃণমূল নেতা এই যোগদানকে তেমন গুরুত্বই দিতে রাজি নন।