এই মুহূর্তে কলকাতা

শনিবার এগরার খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকেই অভিষেকের কর্মসূচিতে যোগ দেবেন।

কলকাতা , ২৫ মে:- শনিবার মেদনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এবারের সফরে মূলত এগরার খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। গত ১৬ মে খাদিকুলে অবৈধ বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় ৯ জনের। সিআইডি ঘটনার তদন্ত করছে। মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখতে চেয়েছিলেন। জানা গিয়েছে, সেই মতো শনিবার প্রথমার্ধে তিনি খাদিকুল গ্রামে যাবেন। সেখানে স্বজনহারা পরিবারদের সঙ্গে কথা বলবেন।

এরপর সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। শনিবার শালবনিতে জনসংযোগ যাত্রা করবেন অভিষেক। মালদহের পর ফের নবজোয়ারের মঞ্চে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে নেত্রীকে দেখা যাবে। মালদহের ইংরেজবাজাররের জনসভা থেকে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন জনসংযোগ যাত্রার শেষভাগে তিনি আবার যোগ দেবেন। কিন্তু তার আগেই শালবনি পৌঁছে যাচ্ছেন তিনি।