এই মুহূর্তে জেলা

খানাকুলে পঞ্চায়েত ভবনে আগুন, তীব্র উত্তেজনা।

প্রদীপ বসু, ২৬ মে:- পঞ্চায়েত ভবনে আগুন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা। ঘটনাটি খানাকুল-১ নম্বর ব্লকের অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, শুক্রবার সকালে হঠাৎই গ্রামবাসীরা পঞ্চায়েতের ভবনের দোতলায় ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও দমকল কেন্দ্রে। প্রথম স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে দমকলের ইঞ্জিন ও কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খানাকুল-১ নম্বর বিডিও, জয়েন বিডিও, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। এই বিষয়ে স্থানীয়রা জানান, হঠাৎ করেই দেখা যায় পঞ্চায়েতের মধ্যে আগুন বের হচ্ছে সঙ্গে সঙ্গে নজরে আসা মাত্রই এলাকার মানুষজনকে তড়িঘড়ি আধিকারিকদেরকে খবর দেয় হয়।

ভয়ানক আগুন ধীরে ধীরে বাড়তে থাকে এবং গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণ কে পঞ্চায়েতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারাও ভেবে পাচ্ছেন না কিভাবে এই আগুন লেগেছে। পঞ্চায়েত প্রধান রিঙ্কু বর জানিয়েছেন, এই আগুন লাগার ফলে আসবাবপত্র সহ পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ জিনিস ও নথিপত্র নষ্ট হয়ে গেছে। তাঁদের অনুমান, ঝড়-বৃষ্টির রাতে বজ্রপাতের ফলে বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। যদিও আগুন লাগার ঘটনা নিয়ে পঞ্চায়েত পুলিশ পৌঁছায়। কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।