এই মুহূর্তে কলকাতা

বেআইনি বাজি কারখানা সম্পূর্ণভাবে নির্মূল করতে ক্লাস্টার গড়ার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২২ মে:- রাজ্য থেকে বেআইনি বাজি কারখানা সম্পূর্ন ভাবে নির্মূল করতে বাজি শিল্পের ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। লোকালয় থেকে দূরে খাস জমিতে পরিবেশ বান্ধব গ্রিন বাজির ক্লাস্টার তৈরি করা হবে। যে সমস্ত জেলায় বাজি কারখানা বেশি রয়েছে সেখানে এই ক্লাস্টার গড়ে তোলা হবে বলে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে আজ সোমবার, মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজি কারখানাকে বৈধ রূপ দিতেএম এস এম ই, পঞ্চায়েত, দমকল, পুর দফতর, স্বরাষ্ট্র দফতর মিলে এই কমিটি তৈরি হবে।

যাতে মানুষের রুজি-রুটি মার না খায় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রিসভার বৈঠকের তিনি বলেন, মাঝে মধ্যেই বাজি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটছে। এটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্ত কারখানায় ঘরের পাশে কাজ পায় বলে সেখানে কাজ করতে যায় এলাকার এক শ্রেণীর মানুষ। যারা কাজ করে তাঁদের যাতে পেটের ভাত না মারা যায় এবং এই শিল্প যাতে ভবিষ্যতেও বাঁচিয়ে রাখা যায়, সেই কারণেই আইনের সমস্ত দিক বজায় রেখে এই ক্লাস্টার তৈরি করা হবে। আগামী দুমাসে কোথায় কোথায় এই ক্লাস্টার তৈরি করা যায়, কতজন কাজ পেতে পারে, কী কী নিয়ম মানতে হবে। এই সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়া হবে।