এই মুহূর্তে কলকাতা

অভিষেককে সিবিআই এর তলব, ভাইপোর শুন্যস্হান ভার্চুয়ালি পূরণ করবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৯ মে:- তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে ভীত সন্ত্রস্ত বিজেপি। ওই কর্মসূচিতে বাধা সৃষ্টি করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমে বাঁকুড়ার পাত্রসায়রে নবজোয়ার কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই কর্মসূচির সাফল্যে বিজেপি আতঙ্কিত। তাই স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই কর্মসূচি আটকাতে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘নবজোয়ার যাত্রায় মানুষ আমাদের সাড়া দিচ্ছে। বিজেপির গদ্দার নেতাগুলো কানে কানে ফিসফিস করল, কি করে অভিষেকের প্রোগ্রাম, নবজোয়ার প্রোগ্রাম আটকানো যায় তাই চেষ্টা করছে।’ মমতার অভিযোগ বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেস দলের পাশাপশি, তাঁর পরিবারের পেছনে লেগে আছে।

তিনি বলেন, ‘বিজেপি নেতারা আমার দল, আমার পরিবারের পেছনে লেগে আছে। তোমার যা খুশি ইচ্ছা করছো তুমি কর। দিল্লি থেকে বিজেপিকে যতক্ষণ না সরাতে পারছি ততদিন আমাদের লড়াই থামবে না। বামেদের অত্যাচার জঙ্গলমহলের মানুষ দেখেছে। আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি। আপনারা ভাল আছেন, তাই ওরা বহুমুখী চরিত্র। অভিষেকের সঙ্গে আজ আমার তিন বার কথা হয়েছে আমি ওকে বললাম সময় নিয়ে নে। বাঁকুড়া,পুরুলিয়া করে চলে আসবি। একটা ছেলে ২৫ দিন ধরে বাইরে। ঠিক করে খাওয়া, ঘুম হয়নি’ পাশাপাশি ভার্চুয়াল সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার এক নয়া কর্মসূচি শুরু করা হবে। যার নাম হবে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। মমতা জানান, ১০ টা থেকে ৬ টার মধ্যে নির্দিষ্ট নম্বরে ফোন করে তাঁর প্রতিনিধিকে সাধারণ মানুষ সরাসরি সমস্যার কথা জানাতে পারবেন। সেই সমস্যার কথা রেকর্ড করা থাকবে। কেউ বঞ্চিত হলে, তাঁকে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি।