কলকাতা, ১৮ মে:- অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ওই প্রতিনিধি দলের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য রাজ্যের শিল্পে বিনিয়োগ সম্ভাবনা ও পর্যটন নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশ দপ্তরের উপমন্ত্রী টিম ওয়াটস, ভারতে নিযুক্ত সেই দেশের হাইকমিশনার ব্যারি ও ফ্যারেন, ভারতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চাঙ জে বক ছাড়াও দুই দেশের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।