এই মুহূর্তে কলকাতা

জালিয়াতী রুখতে উচ্চমাধ্যমিকের মার্কশিটে কিউ আর কোড।

কলকাতা, ১৮ মে:- জালিয়াতি রুখতে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে ‘কিউ আর’ কোড ব্যবহার করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সূত্রে জানা গেছে, এই ‘QR’ কোড স্ক্যান করে, মার্কশিট ও সার্টিফিকেট আসল কিনা, তা সহজেই জানা যাবে।

জাল মার্কশিট নিয়ে বিভিন্ন সময়ে সংসদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। তাই এই কিউ আর কোড ব্যবহারের সিদ্ধান্ত। আগামী ২৪শে মে বেলা ১২টায় এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। ওই দিন সাড়ে ১২টার পর থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।