এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পরিত্যক্ত জিনিসের গোডাউন।


হুগলি, ১৫ মে:- শ্রীরামপুর পুরসভার ২৪ নং ওয়ার্ড রিষড়া আর কে রোডে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পরিতক্ত জিনিসের গোডাউন। আজ সন্ধা ছটা নাগাদ হঠাৎই আগুন লাগে। ঝড়ের হাওয়ায় আগুন ভয়ানক চেহারা নেয়। স্থানীয়রা আগুন দেখে দমকলে খবর দেন। দমকলে পাঁচটি ইঞ্জিনের প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় কাউন্সিলর আকবর আলি জানান, বেশ বড় সর আগুন ছিল। হাওয়ার দাপটে আগুন ছড়িয়ে পরার আশঙ্কা তৈরী হয়। দমকল বিদ্যুৎ দপ্তরের কর্মিরা পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ করা গেছে। পরিত্যক্ত জিনিসে দাহ্য জিনিস মজুত থাকায় আগুন বড় আকার নেয়। একটি গ্যাস সিলিন্ডার ফাটে। তবে কেউ হতাহত হয়নি।