এই মুহূর্তে কলকাতা

৩৬হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত পর্ষদের।

কলকাতা, ১২ মে:- ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, চাকরিচ্যুতরা এখনও পর্ষদের অধীনেই রয়েছে এবং পর্ষদ কখনই সেই দায় এড়াবে না। তিনি বলেন, এই ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।

হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার পরই  চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে, বিরাট বিশৃঙ্খলা তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও দাবি করেন, এনসিইটি-র নিয়ম মেনেই সমস্ত নিয়োগ হয়েছিল। যাঁদের প্রশিক্ষণ নেই বলা হয়েছে, তাঁরা এখন আর অপ্রশিক্ষিত নন। পর্ষদ তাঁদের ওডিএল অর্থাৎ open and distance learning মোডে প্রশিক্ষণ করিয়েছে বলে দাবি করেন গৌতমবাবু।