হুগলি, ১১ ফেব্রুয়ারি:- জাঙ্গীপাড়ার মুন্ডলিকা পঞ্চায়েতের ভীতপুর পূর্বপাড়ায় প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা। বাড়ি গাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মুন্ডলিকার ভীতপুর পূর্বপাড়ার বাসিন্দা মর্শিদূল মোল্লার (৫৬) পরিবার আইএফএস সমর্থক। গ্রামেরই তৃনমূল কর্মিদের সঙ্গে তাদের গন্ডোগোল অনেক দিনের। মর্শিদূলের ভাই এর অভিযোগ গত বছর ডিসেম্বর মাসে সেই গন্ডোগোলের জেরে তাদের দোকান ভাঙচুর করা হয়। বাড়িতে ঢুকে মারধোর করা হয়। আজ সকালে চাষের জমিতে কাজ করতে যায় মর্শিদূল।
অভিযোগ তাকে বাঁশ লাঠি দিয়ে মারতে যায় তৃনমূলের লোকোজন। মর্শিদূলকে তারা করলে মাঠে দৌড়াতে শুরু করে। কোনো ভাবে বাড়িতে ফিরেই অসুস্থ হয়ে পরে। তারপর হঠাৎ মৃত্যু হয়। প্রৌঢ়ের ভাই সাইফুলইসলাম মোল্লার অভিযোগ তৃনমূলের সালাম মল্লিক আব্দুল মল্লিকরা তার দাদার মৃত্যুর জন্য দায়ী। এই ঘটনার পরই উত্তেজনা ছড়ায় ভীতপুরে। ভাঙচুর করা হয় বাড়ি, একটি গাড়ি। অভিযোগ ভিত্তিহীন দাবী অভিযুক্তদের। প্রৌঢ় অসুস্থ ছিল। তার স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে দাবী অভিযুক্ত মিরাজুল তফাদারের তৃনমূল ছেড়ে আই এস এফ না করায় তাদের উপর অত্যাচার চালাত মর্শিদূলরা। জাঙ্গীপাড়ার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।উত্তেজনা থাকায় পুলিশ পিকিটে বসানো হয় গ্রামে।