প্রদীপ বসু, ১০ মে:- ভদ্রেশ্বর KMDA পার্কের টিকিট বিক্রেতা পাপ্পু চৌধুরী এবং তার সাথে থাকা আরো কিছু বহিরাগত বিগত বহুদিন বাবদ চন্দননগর কলেজর বাইরে বসে কলেজের ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অশ্লীন কথা বলছে এবং তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সেই কারণের জন্য আজ চন্দননগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সহায়তায় আইনি পদক্ষেপ নিল এবং ডেপুটেশন জমা দিল চন্দননগর থানা ও এসিপি ওয়ানের অফিসে।
অভিযোগ ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসতেই দু পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।অভিযুক্ত পাপ্পু চৌধুরী বলে আমাদের কিছু করতে পারবি না। আমরা বিধায়কের লোক।এই ঘটনায় প্রাক্তন টিএমসিপির প্রাক্তন সভাপতি শ্যাম বুদ্ধ দত্ত সহ ৫ জন কে আটক করে চন্দননগর থানা।চন্দননগর কলেজে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। কয়েকজন ছাত্রী আহত হয়।ঘটনার পর পাপ্পু ও তার লোকজন পালিয়ে যায়। সকলের মধ্যে রয়েছে কলেজ পড়ুয়া ও কিছু ববহিরাগত। পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আই সি এব্যাপারে রাতে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।