এই মুহূর্তে জেলা

সিসি ক্যামেরার ছবি দেখেই সনাক্ত অপরাধীদের। উদ্ধার চোরাই ইমিটেশনের গয়না।


হাওড়া, ৬ মে:- সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে সনাক্ত অপরাধীরা। উদ্ধার হলো চোরাই ইমিটেশনের গয়না। অভিযোগ, হাওড়ার এসি মার্কেটের একটি দোকানের তালা ভেঙে প্রায় চল্লিশ হাজার টাকার ইমিটেশনের গয়না সহ অন্যান্য প্রশাধনী সামগ্রী চুরি গিয়েছিল। কয়েকদিন পর অবশেষে সেই ঘটনায় দোষীদের সনাক্ত করা সম্ভব হলো। দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যাদের চুরি করতে দেখা গিয়েছিল শনিবার তাদেরই রাস্তায় দেখে এক ব্যক্তির সন্দেহ হয়। এবং এদের ব্যাগের মধ্যে চুরির জিনিসও দেখতে পান তিনি।

এরপরই হাওড়ার গোলাবাড়ি থানা পুলিশকে খবর দিলে এই ঘটনায় পুলিশ এসে একটি বানজারা দলকে ধরে। এদের কাছ থেকে এই সমস্ত চোরাই জিনিস উদ্ধার করা হয়। যে দোকানের গুমটি ভেঙে এই জিনিস চুরি হয়েছিল তার মহিলা মালিক বলেন, প্রায় চল্লিশ হাজার টাকার মতো জিনিস চুরি গিয়েছিল। সেখানে বিভিন্ন ইউনিটেশনের গয়না সহ বিভিন্ন প্রশাসন প্রসাধনী দ্রব্য ইত্যাদি রাখা ছিল। সেগুলো গুমটি ভেঙে চুরি হয়। শেষপর্যন্ত স্থানীয় এক ব্যক্তি রাস্তায় এদের দেখে সনাক্ত করেন। এবং গোলাবাড়ি থানার পুলিশের উদ্যোগে এদের হাতেনাতে ধরা হয়। চুরি যাওয়া সব জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।