হাওড়া, ৬ মে:- ‘নমামি গঙ্গে’ কর্মসূচির মাধ্যমে মৎস্যজীবীদের স্বনির্ভরতা বাড়াতে এবং মাছের যোগান বাড়াতে মাছের চারা ছাড়া হল গঙ্গায়। এই প্রকল্পে শনিবার প্রায় ২৫ লক্ষ মাছের চারা ছাড়া হয় গঙ্গায়। এদিন হাওড়ার বালিতে গঙ্গা সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠান হয়। সহযোগিতায় ছিল আইসিএআর ও সিআইএফআরআই (কেন্দ্রীয় ইনল্যান্ড ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট)।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর বি কে দাস। ২০২৩ সালে নমামি গঙ্গা প্রকল্পে ইতিমধ্যেই ৮০ লক্ষ মাছ ছাড়া হয়েছে। লক্ষ্যমাত্রা রয়েছে ৯০ লক্ষ। গঙ্গা বয়ে যাওয়া রাজ্যগুলির মধ্যে ২৫ টি জায়গা চিহ্নিত করা হয়েছে। শনিবার তারই অংশ হিসেবে বালিতে ২৫ লক্ষ মাছের চারা ছাড়া হয়।