এই মুহূর্তে জেলা

হাওড়া ও হুগলিতে বিকেল থেকেই নামলো ঝড়বৃষ্টি।

হাওড়া, ২৭ এপ্রিল:- প্রবল ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহকারে বৃষ্টি হলো হাওড়ায়। বৃহস্পতিবার বিকালেই হাওড়া শহরের বুকে কার্যত রাতের অন্ধকার নেমে আসে। গোটা আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সঙ্গে ছিল দমকা ঝোড়ো বাতাস। এরসাথেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। গরমে যখন গোটা শহর হাঁসফাঁস করছে তখন প্রতীক্ষিত এই ঝড় বৃষ্টি মানুষকে সাময়িক স্বস্তি দিয়েছে। খুশি হাওড়া শহরবাসী।