হুগলি, ২৬ এপ্রিল:- পোলবার আলিনগরের সোনাদার মাঠে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচজন।আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। সুগন্ধার গোটু থেকে যাত্রী নিয়ে চুঁচুড়া তারকেশ্বর রোড ধরে ডুবির ভেরি ফিরছিল অটো।আলিনগরের দিক থেকে একটি হুন্ডাই গাড়ি সজরো এসে অটোর মুখে ধাক্কা মারে।রাস্তায় পাশে নয়ানজুলিতে গিয়ে পরে।
এক মহিলা যাত্রী সহ চার জন যাত্রী এবং অটো চালক গুরুতর আহত হন।পোলবা থানার পুলিশ অ্যাম্বুলেন্সে চাপিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল। গতকালই বেপরোয়া মারুতির ধাক্কায় তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলাগড়ে।