এই মুহূর্তে জেলা

বেলুড়ে হয়ে গেল তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও কর্মশালা।

হাওড়া, ৩১ ডিসেম্বর:- হাওড়ার বেলুড়ে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও কর্মশালার সমাপ্তি হলো। বেলুড় সরস্বতী ব্যায়াম মন্দিরে রূপরেখা অঙ্কন শিক্ষাকেন্দ্রের আয়োজনে ওই চিত্র প্রদর্শনী ও কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী সহ বিশিষ্ট চিত্রশিল্পী তথা সংস্থার কর্ণধার অমিত খাঁ’র ছবি স্থান পায় এই প্রদর্শনীতে।শুধুমাত্র ছবি নয়, বুক কভার সহ কাগজের তৈরি বিভিন্ন কাজও স্থান পেয়েছিল এই প্রদর্শনীতে। কর্মসূচির প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী তপন চট্টোপাধ্যায়, রঞ্জিত ঘোষ, শুভজিৎ ঘোষ, তাপস মজুমদার, কবি অশোক মুখপাধ্যায় এবং বাচিকশিল্পী অরিন্দম রায়চৌধুরী, ডঃ রজত মোহন রায় প্রমুখ।

এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদার, কৈলাশ মিশ্র। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। কৃতী ছাত্রছাত্রীদের ওই দিন পুরষ্কৃত করা হয়।শুধুমাত্র তাই নয়, দ্বিতীয় দিনের সকালে ছোটদের জন্য অরিগামী ও বড়দের হ্যান্ড মেড জুয়েলারি ওয়ার্কশপের আয়োজন করা হয়। সন্ধ্যায় শিক্ষার্থীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের তরফ থেকে প্রদর্শনী বাবদ কিছু অর্থ বালির একটি দুঃস্থ প্রতিষ্ঠানে দান করা হয়।