এই মুহূর্তে কলকাতা

নবান্নে নতুন ক্যান্টিন খাদ্য ছায়ার উদ্বোধন।

কলকাতা, ২৫ এপ্রিল:- নবান্নে খুললো নতুন ক্যান্টিন খাদ্য ছায়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম করণ করেছেন। শীতাতপ নিয়ন্ত্রিত ঝাঁ চকচকেএই ক্যান্টিন সাধারণ কর্মীদের জন্য খুলে দেওয়া হলো আজ। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদি। উপস্থিত ছিলেন অর্থ সচিব মনোজ পন্থ, পঞ্চায়েত সচিব পি উলগানাথন, পূর্ত সচিব অন্তরা আচার্য এবং হাওড়ার জেলা শাসক মুক্ত আরিয়া। নবান্নের কর্মীদের জন্য একটি ভালো ক্যান্টিনের প্রয়োজন ছিল।

বাইরে থেকে প্রচুর মানুষ বিভিন্ন কাজে নবান্নে আসেন। তাঁদের জন্য ক্যান্টিনের প্রয়োজন। পুরনো ক্যান্টিনের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। নতুন ক্যান্টিন পরিচালিত হবে পঞ্চায়েত দপ্তরের আনন্দধারা প্রকল্পের আওতায়। ক্যান্টিন চালাবেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ২৫ জন সদস্য। তাঁদের প্রশিক্ষণ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট।