এই মুহূর্তে জেলা

হাওড়ায় আদালত চত্বরে আগুন।


হাওড়া, ২৭ নভেম্বর:- রবিবার গভীর রাতে হাওড়ায় আদালত চত্বরে আগুন। আদালত চত্বরে পরপর তিনটি দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনে পাশের রেজিস্ট্রি অফিসের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন আয়ত্ত্বে আনে। হাওড়ায় কোর্ট চত্বরে রবিবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় রেজিস্ট্রি অফিসের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার এই বিষয়ে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। যদি সেই আশঙ্কা সত্যি হয় তাহলে সাধারণ মানুষের রেজিস্ট্রির রেকর্ড পেতে অনেক সমস্যা হবে। মন্ত্রী বলেন, এর পাশাপাশি আগুনে দোকানের ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের আজই মেয়ের বিয়ে রয়েছে। এদের পরিবারকে যতটা সম্ভব সাহায্য আমরা করছি। আমরা এদের পাশে থাকারও চেষ্টা করব। এদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্যা বলেন, রাতেই আগুন লাগার খবর জানতে পারি। আগুনে দোকানের সবকিছু পুড়ে নষ্ট হয়ে গেছে। কাগজপত্র, কম্পিউটার থেকে টাকাপয়সা দোকানের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আজই আমাদের সেজ বোনের বিয়ের অনুষ্ঠান রয়েছে। এই শুভ দিন আমাদের কাছে কালো দিনে পরিণত হবে ভাবতে পারিনি। প্রসঙ্গত, এদিন এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সঙ্গে নিয়ে মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে দেখা করেন প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই। মন্ত্রী এদের আর্থিক সাহায্য করেন।