এই মুহূর্তে জেলা

বলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত তিন।

হুগলি, ২৫ এপ্রিল:- বলাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের ও আহত ১ জন। দুর্ঘটনাটি ঘটেছে দুপুরে অসম লিঙ্ক রোডের রুকেশপুর বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেলের সামনে। পুলিশ জানায়, মৃতেরা হল ঋতিকা দাস (৫),গনেশ দাস (৬০) এবং সুজিত দাস (৩৬) তিনজনের বাড়ি বলাগড়ের পানিখোলা, রুকেশপুর, নয়াসরাই গ্রামে। আহত পানিখোলা গ্রামের বছর ৪৭ এর রাজু দাসকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় এদিন দুপুরে ব্যারাকপুর থেকে কালনার দিকে যাচ্ছিল একটি গাড়ি অন্যদিকে বাইক দুটি বলাগড় থেকে মগরার দেখে আসছিলো। দুপুরে রুকেশপুর বাসস্ট্যান্ডের একটি হোটেলের সামনে বাইক দুটিকে ধাক্কা মারে গাড়িটি।