কলকাতা, ১৮ এপ্রিল:- রাজ্যে তীব্র দাবদাহের পরিস্থিতিতে যাতে পানীয় জলের অভাব না হয় রাজ্য সরকার সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে। সেখানেই তিনি রাজ্যের জনসাস্থ্য কারিগরি দফতরকে এই মর্মে নির্দেশ দিয়েছেন বলে, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওযার কাজে গতি আনার নির্দেশ দিযেছেন মুখ্য়সচিব। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের মতো প্রকল্পগুলি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে।
সমস্ত জেলাশাসক, এসডিও এবং বিডিও পর্যায়ের আধিকারিকেরা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে। রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়েছে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের কাজ। এই কাজের অগ্রগতিও খতিয়ে দেখেছেন মুখ্যসচিব। গ্রামীণ এলাকায় পঞ্চদশ অর্থ কমিশন, স্বনির্ভর গোষ্ঠীর সহ গ্রামোন্নয়নের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়এই বৈঠকে। আবার, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ব্যবহার করে স্বাস্থ্য পরিকাঠামো গড়ার বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। মৎস্য দফতরের মৎস্যজীবী বন্ধু, মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি নিয়েও আলোচনা হয়। সমন্বয় পোর্টালটিকে আরও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।