তরুণ মুখোপাধ্যায়, ১৮ এপ্রিল:- অনন্য নজির রাখলো বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডের এর রিষড়া ইউনিট। এদিন সকালে বার্জার পেইন্ট ফ্যাক্টরিতে এক অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে স্থানীয় বাঙ্গুর পার্কের ভয়েজ অব ওয়ার্ল্ড সংগঠনের হাতে একটি গাড়ি তুলে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র এছাড়াও উপস্থিত ছিলেন রাজেশ তেওয়ারী, রঞ্জন ব্যানার্জি, অনিরুদ্ধ সেন, সুব্রত বাগ সহ বার্জার পেইন্টস এর অন্যান্য পদস্থ আধিকারিক বৃন্দ। অনুষ্ঠানে পুরপ্রধান বিজয় সাগর মিস্রা বলেন যে বার্জার পেইন্টস এর মতন একটা ভারত বিখ্যাত কোম্পানি আমাদের পুর এলাকায় তাদের ফ্যাক্টরি রয়েছে এবং এই কারখানায় স্থানীয় মানুষের বহু লোকের কর্মস্থান হয়েছে,
শুধু তাই নয় কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির অঙ্গ হিসেবে তারা আশপাশ এলাকার উন্নয়নের জন্য বহু কাজ করে থাকেন বার্জার কর্তৃপক্ষ। তাই ওনাদের যদি পুর পরিষেবার ক্ষেত্রে কোনরকম প্রয়োজন থাকে তার জন্য রিষড়া পুরসভা সব সময় তাদের পাশে থাকবে। এর পাশাপাশি বিজয় বাবু ভয়েজ অব ওয়ার্ল্ডের প্রতিনিধি গার্গী ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে বলেন যে রিষড়া পৌরসভা পরিচালিত যে মাতৃসদনটি আছে ওখান থেকে প্রতি মাসে ভয়েজ অফ ওয়ার্ল্ডের যে সমস্ত শারীরিকভাবে সক্ষম ছাত্রছাত্রীরা আছেন এবং আবাসিক রয়েছেন তাদের বিনা বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে। এদিনের অনুষ্ঠানে ভয়েজ অফ ওয়ার্ল্ডের শারীরিকভাবে ভাবে সক্ষম দুজন ছাত্র-ছাত্রী গান এবং কবিতার মাধ্যমে সমস্ত অভ্যাগতদের মুগ্ধ করেন।