হুগলি, ১৭ এপ্রিল:- শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন স্মৃতি ইরানি। আজ তিনটে নাগাদ শ্রীরামপুরে বিজেপি কার্যালয়ে আসেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানী। স্মৃতি হাওড়া ও শ্রীরামপুর লোকসভার বিজেপি পর্যবেক্ষক।এদিন সকালে হওড়ায় সাংগঠনিক বৈঠক করে শ্রীরামপুরে আসেন স্মৃতি ইরানী। প্রায় তিন ঘন্টা বৈঠক করেন জেলা নেতৃত্বের সঙ্গে। মূলত লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানান জেলা নেতৃত্ব। অমিত শা বীরভূমের সভা থেকে বঙ্গ বিজেপির উদ্দেশ্যে৷ লোকসভায় ৩৫ টা আসন দিলে মমতাকে সরানো যাবে। সেই টার্গেটে নেমে পরেছে বিজেপি।
বৈঠকে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।বিজেপি সাংসদ বলেন,গতবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ২৩ টা সিট জেতার কথা আমরা ১৮ টা জিতেছিলাম। এবার বলেছেন ৩৫ টা আমরা ৩৫ টাই জিতব। তৃনমূল নেতা কাউন্সিলর থেকে বিধায়ক সংসদ যাদের উপরেই তদন্ত হোক যে কেউ জেলে যাবে এমন পরিস্থিতি আছে। ১২ বছর ধরে শুধু লুট করেছে। বড়ঞার তৃনমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি প্রসম্গে বলেন বিজেপি সাংসদ। সুপ্রিম কোর্টে স্টে অর্ডার থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই সেই প্রসঙ্গে বলেন, এটা আইনগত বিষয় আছে। ইডি সিবিআই যাদের ডাকছে জেনে বুঝেই ডাকছে এতে দলের কোনো ব্যাপার নেই।