এই মুহূর্তে জেলা

পানীয় জলের দাবিতে অবরোধ হাওড়ার জয়পুরে।

হাওড়া, ১৭ এপ্রিল:- পানীয় জলের দাবিতে অবরোধ এবার হাওড়ার জয়পুরে। গ্রামের মহিলারা সামিল হলেন অবরোধে। পঞ্চায়েত ভোটের আগে পানীয় জল নিয়ে গ্রামে বাড়ছে ক্ষোভ। পানীয় জলের দাবীতে পথ অবরোধ করলেন হাওড়ার জয়পুর থানার কলসডিহি গ্রামের মহিলারা। জানা গিয়েছে আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কলসডিহি গ্রামে গত প্রায় তিন মাস যাবৎ পানীয় জল নেই।

গ্রামে ট্যাপ থাকলেও তাতে জল নেই। পানীয় জল আনতে প্রায় দু’কিমি দূরে যেতে হয়। এদিন এলাকার শতাধিক মহিলা বাগনান জয়পুর রোড অবরোধ করেন। প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে। পরে প্রশাসনিক আশ্বাসে অবরোধ ওঠে।