এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটির কাজীপাড়ায় ইফতার পার্টি অনুষ্ঠানে চাঁদের হাট।

হুগলি, ১৩ এপ্রিল:- পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম ধর্মালম্বী মানুষেরা সারাদিন উপবাস করে সন্ধ্যায় উপবাস ভঙ্গ করে ইফতারে মিলিত হন। একমাস ব্যাপী পবিত্র এই অনুষ্ঠানের এইটাই রীতি, এমনি বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল সংখ্যালঘুর সেল এর পক্ষ থেকে স্থানীয় কাজীপাড়ায় ইফতারের মজলিস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে স্থানীয় এলাকার ধর্ম প্রাণ মুসলিমরা যেমন অংশ নিয়েছিলেন তার সঙ্গে এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি

শ্রীরামপুর সাংগঠনিক জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ বৈদ্যবাটি পৌরসভার উপপ্রধান শান্তনু কুমার দত্ত,পৌরসদস্য প্রবীর কুমার পাল, রাজু পারুই, পৌরসদস্য রাখি সাধুখা,প্রিয়া সেন লাহা, সহ জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী অঞ্জনা মৈত্র সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে বলতে গিয়ে সুবীর বাবু বলেন শান্তি সম্প্রীতির পীঠস্থান হচ্ছে পশ্চিমবাংলা। এখানকার সমস্ত সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গ বাস করি একে অপরের সুখ-দুঃখে পাশে থাকি, আজকের এই ইফতারের মধ্য দিয়ে সেই বার্তাই দেয়া হলো।