এই মুহূর্তে জেলা

সিপিএমের পথসভা কে কেন্দ্র করে ধুন্ধুমার চুঁচুড়া।

হুগলি, ১১ এপ্রিল:- চুঁচুড়া চক বাজারে সিপিএম পথসভায় হামলার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমূলের। ঘটনায় আহত দুই জন। আজ সন্ধায় চকবাজর কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে পথসভা করছিল সিপিএম হুগলি এড়িয়া কমিটি। অভিযোগ স্থানীয় তৃনমূল কর্মিরা পথসভার অনুমতি দেখতে চায়। বচসা শুরু হয় দুই পক্ষের। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। হুগলি চুঁচুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের সিপিএম প্রাক্তন কাউন্সিল সমীর মজুমদার সহ মহিলা কর্মি মহুয়া দে আহত হন। সমীর মজুমদারকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। খবর পেয়ে চুঁচুড়া আই সি অনুপম চক্রবর্তী পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন।

বড় গন্ডোগোলের আশঙ্কায় পথসভা বন্ধ করতে বলেন।তা নিয়ে সিপিএম কর্মিদের সঙ্গে পুলিশের সঙ্গেও বচসা শুরু হয়। পরে পথসভা না করেই ফিরে যায় সিপিএম। এড়িয়া কমিটির সদস্য শিবাজি মিত্র বলেন, সাত নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর রীতা দত্তর স্বামী স্বপন দত্ত লোকজন নিয়ে এসে চড়াও হয়ে পথসভা বন্ধ করতে চায়। বাধা দিলে মারধোর করে। স্বপন দত্তর দাবী মাইক বাজিয়ে সভা করার অনুমতি ছিল কিনা তা দেখতে চাওয়া সিপিএমই তাদের উপর চড়াও হয়। ধাক্কা মেরে ফেলে দেয় জামাও ছিঁড়ে দেয় তার।তৃনমূল কর্মিরা কাউকে মারধোর করেনি।