হাওড়া, ১০ এপ্রিল:- রাতে বিধ্বংসী আগুন হাওড়ার একটি প্লাস্টিক কারখানায়। এলাকায় আতঙ্ক। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। রবিবার রাতে হাওড়ার ১৬ নং জাতীয় সড়কের ধারে চন্দ্রপুরে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন লাগার কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক ওয়ারিংয়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
জানা গিয়েছে, রবিবার থাকায় কারখানার ভিতরে শ্রমিক প্রায় ছিলেননা। কয়েকজন শ্রমিক আগুন লেগেছে বলে চিৎকার করতে করতে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। আগুন লাগার কারণে ১৬ নং জাতীয় সড়কের উপরের খড়গপুরগামী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।