এই মুহূর্তে জেলা

ডিজে বাক্স বাজানোর প্রতিবাদে, মারধরের অভিযোগ বৃদ্ধ বাবা সহ ছেলেকে।


হুগলি, ৯ এপ্রিল:- নিষিদ্ধ ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করায় বৃদ্ধ বাবা সহ ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বুড়োশিবতলা এলাকায়। ঘটনায় গুরুতর জখম সত্তরোর্দ্ধ বৃদ্ধ তরুণময় মোদকের মাথা ফেটেছে। তাঁর ছেলে ত্রিজীতের কাঁধে চোট লেগেছে। ওই এলাকার জনা পনেরো যুবককে আটক করেছে পুলিশ।

এ দিন সন্ধ্যা পর্যন্ত তাঁদের মধ্যে থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ঘটনার পর ধরপাকড় শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই ঘটনায় অভিযুক্ত পুজো কমিটির সম্পাদক তারাপদ ঘোষ মারধর এবং ডিজে বাজানোর অভিযোগ অস্বীকার করেছেন।