কলকাতা, ৪ এপ্রিল :- একশ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রীর ন্যায্য দাবির কাছে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার।গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে আরও প্রায় ৯৭৯ কোটি ছাড়ল কেন্দ্র। এই টাকা মূলত গ্রামীন এলাকার সড়ক, পানীয় জল, জঞ্জাল অপসারণের মত পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন প্রকল্পের বকেয়া বরাদ্দের দাবিতে কলকাতার বুকে দুদিন লাগাতার ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পরিষদীয় প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার দিল্লিতে দরবার করার প্রস্তুতি নিয়েছেন।তার আগেই এই যৌথ চাপের কাছে মাথা নত করেই কেন্দ্র রাজ্যের বকেয়া কিছুটা হলেও মিটিয়ে দেওয়ার পথে হাঁটল বলে প্রশাসনিক মহলের অভিমত।
এর আগেই কেন্দ্রীয় সরকার মিড ডে মিল ও সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে গত অর্থ বছরে রাজ্যের জন্য বরাদ্দ ৬৩৮ কোটি টাকা দিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে,শুধু পশ্চিমবঙ্গই নয়, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গনা, তামিলনাড়ু, রাজস্থানকেও গ্রামোন্নয়ন খাতে এই টাকা দেওয়া হয়েছে। গত আর্থিক বছরের বরাদ্দের দ্বিতীয় পর্যায়ের এই টাকা দেওয়া হল। যা শর্তাধীন তহবিল বা টায়েড ফান্ডের এই টাকা খরচ করতে হবে। শৌচালয় তৈরি, জঞ্জাল পরিষ্কার, পানীয় জল, বৃষ্টির জল ধরে তা ব্যবহারযোগ্য করার কাজে এই টাকা ব্যবহার করতে হবে। জঞ্জাল পরিশোধনে ও এই টাকা খরচ করা যাবে। গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সংসদ ডেকে বৈঠক করে প্রকল্প তৈরি করে তা করা বাধ্যতামূলক।