কলকাতা, ২৯ মার্চ:- রাজভবন এবার হচ্ছে জনরাজভবন।আগামী দিনে সেখানে হেরিটেজ ওয়াকে যেতে পারবেন সাধারণ মানুষ।সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে রাজভবনে ব্যাঙ্কোয়েট ভোজের আয়োজন করা হয়। সেখানে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন। রাজভবন থেকে ঔপনিবেশিক ঐতিহ্য দূর করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশে সম্মান জানানোই তাঁর উদ্দেশ্য। কিছুদিন আগেই ‘সেকেন্দ্রাবাদ রাষ্ট্রপতি নিলয়ম’-কে জনসাধারণের জন্য খুলে দিয়েছেন রাষ্ট্রপতি।
তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়েই কলকাতার রাজভবনকে জনরাজভবনে পরিণত করার উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল। এর পাশাপাশি তিনি রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন একটি কফি টেবিল বুক। বইয়ের নাম ‘হান্ড্রেড ডেজ অ্যান্ড বিয়ন্ড’। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর প্রথম ১০০ দিনের কিছু বেশি সময়ে সি ভি আনন্দ বোস যে সব অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তার ছবি আছে ওই বইয়ে। বইতে আছে ন’টি পরিচ্ছদ। একটি পরিচ্ছদের নাম ‘বেঙ্গল অ্যাট হার্ট’, একটি পরিচ্ছদের নাম ‘দি পিপলস গভর্নর’, একটি পরিচ্ছদের নাম ‘কো-অপারেটিভ ফেডারেলিজম’। বইটি কালেক্টরস আইটেম। তাতে রাজভবনের স্থাপত্য নিয়েও নানা মূল্যবান ছবি আছে।