এই মুহূর্তে

রাস্তায় ধস, বালি বোঝাই লরি উল্টে বিপত্তি চুঁচুড়ায়।

হুগলি, ২৫ মার্চ:- চুঁচুড়া বিশালক্ষ্মীতলায় রাস্তায় ধস,বালি বোঝাই লরি উল্টে বিপত্তি।ঘটনাস্থলে পুলিশ।বালি সরিয়ে লরি সরানোর চেষ্টা। আজ সকাল আটটা নাগাদ পিপুলপাতি থেকে ইমামবাড়া হাসপাতাল যাওয়ার রাস্তায় বিশালক্ষ্মীতলায় উল্টে যায় বালি বোঝাই লরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর চন্দ্রীমা সরকার।তিনি জানান,রাস্তায় ধস নেমে দূর্ঘটনায় পরে লরিটি। সকালবেলায় সেসময় সেভাবে রাস্তায় মানুষজন ছিলেন না তাই হতাহত হয়নি কেউ।তবে ব্যস্ত রাস্তায় বেলার দিকে দূর্ঘটনা হলে মুশকিল হত।রাস্তার অনেকটা জায়গা বড় গর্ত হয়ে গেছে। লরি চালক ভোলা দেবনাথ বলেন,রাস্তা দিয়ে সোজাই যাচ্ছিলাম হঠাৎ চাকা বসে গিয়ে লরি উল্টে গেলো।