এই মুহূর্তে জেলা

বিপ্লবী সূর্যসেনের আবক্ষ মূর্তি উন্মোচন শ্রীরামপুরে।

তরুণ মুখোপাধ্যায় , ২৩ মার্চ:- বুধবার বিকালের শ্রীরামপুরের মাহেশ কলোনিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মহান বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শর্মিষ্ঠা দাসের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা, কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব শ্রীরামপুরের প্রাক্তন পুর প্রশাসক গৌর মোহন দে চেয়ারম্যান ইন কাউন্সিল পিন্টু নাগ অসীম পন্ডিত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

স্বাধীনতার পর শ্রীরামপুরের মহেশ কলোনিতে বেশ কয়েক হাজার ছিন্নমূল মানুষ ওপার বাংলা থেকে এক বুক যন্ত্রণা নিয়ে এখানে এসে বাস করতে থাকে, সেই সময় তাদের প্রচুর লাঞ্ছনা এবং যন্ত্রণার সেই সময় তাদের প্রচুর লাঞ্ছনা এবং যন্ত্রণার সম্মুখীন হতে হয় ।তারপরে ধীরে ধীরে এখানে বসতি গড়ে ওঠে। আজকের এই অনুষ্ঠান সেই মহান বিপ্লবী মাস্টারদা কে স্মরণ করেই, এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে তার একটি অবক্ষ মূর্তি স্থাপন করা হলো।