হাওড়া, ১৯ মার্চ:- সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে রবিবার পদযাত্রা হলো হাওড়া থেকে। বকেয়া ডিএ এর দাবি সহ শনিবারের কলকাতার ধর্না মঞ্চে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ একাধিক দাবিকে সামনে রেখে এদিন হাওড়া স্টেশন থেকে ধর্না মঞ্চ অবধি সংগ্রামী যৌথ মঞ্চের এই পদযাত্রা হয়।সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিঙ্কর অধিকারী বলেন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই পদযাত্রা করছি। অনেকদিন ধরে শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ চলছে। এআইপিআই অনুযায়ী সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে। এছাড়াও সকল শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে স্থায়ী নিয়োগ, সকল অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ এইসব দাবি আমাদের। লাগাতার আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।
সরকারের কোনও হেলদোল নেই। ফলে আমাদের আন্দোলনকে তীব্রতর করতে হচ্ছে। শহীদ মিনারে অবস্থান এবং সমাবেশের ডাক দেওয়া হয়েছে। অন্যান্য জায়গার মতো হাওড়া থেকেও একটা মিছিল করা হয়েছে। শনিবার ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি মঞ্চে বলতে উঠলে তাঁর উপর যিনি হামলা চালান পরবর্তীকালে দেখা যায় হামলাকারী একজন শাসক দলের পঞ্চায়েত সদস্য। কয়েকদিন আগে মঞ্চে বোমা মেরে উড়িয়ে দেওয়ার পোস্টার পড়েছিল। এদিন হাওড়া সেকসনের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ সকল জেলা থেকে মানুষ এসেছেন।