এই মুহূর্তে কলকাতা

আগামীকাল বাজেট অধিবেশন শেষ হয়ে মুলতবি হবে বিধানসভা।

কলকাতা, ১২ মার্চ:- সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপরেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। তাই এবছর শিক্ষা, স্বাস্থ্য সহ ৩৩টি দফতরের বাজেট নিয়ে বিধানসভায় কোন আলোচনা হয়নি। পরিষদীয় রীতি মেনে ওই ৩৩টি দফতরের বাজেট শনিবারই গিলোটিনে পাশ হয়ে গিয়েছে। অর্থাৎ বিতর্ক বা আলোচনা না করেই ব্যয় বরাদ্দ অনুমোদন করানো হয়েছে উপস্থিত বিধায়কদের ধ্বনি ভোটে। এজন্য সময় বরাদ্দ ছিল এক ঘন্টা। তবে শিল্প, পঞ্চায়েত, কৃষি, পুর ও নগরোন্নয়নের মতো ছয়টি দফতর নিয়ে অধিবেশনে বিতর্ক হয়েছে। যেখানে অংশ নিয়েছেন সরকার পক্ষের পাশাপাশি বিরোধী বিধায়কেরাও। সোমবার কিছুটা সময়ের জন্য বিধানসভার অধিবেশন বসছে। ওই দিন ব্যয় মঞ্জুরি বিল নিয়ে দু’ঘণ্টা আলোচনা হবে। তারপরই আনুষ্ঠানিকভাবে বাজেট অধিবেশন শেষ হয়ে মুলতবি হয়ে যাবে বিধানসভা।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে বিভিন্ন সময় বিধানসভার গুরুত্ব কমিয়ে দেওয়ার অভিযোগ করেছে বিরোধীরা। বিশেষ করে তৃণমূল আমলে এই রকম গিলোটিনে যাওয়া দফতরের সংখ্যা বেড়েছে। স্বরাষ্ট্র, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতর নিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়ার অভিযোগ নতুন না হলেও এখনকার পরিস্থিতিতে বিষয়টি বিশেষ মাত্রা পেতে চলেছে। বিজেপির বিরুদ্ধে সংসদ নিয়ে একই অভিযোগ করে তৃণমূল। কিন্তু তাদের সরকারও কেন এতগুলি দফতরের বাজেট বিতর্ক এড়িয়ে গিলোটিনে পাঠিয়ে দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। জবাবে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সরকার বিধানসভাকে এড়িয়ে কোনও কাজ করে না। সময়ের অভাবে কিছু দফতর নিয়ে আলোচনা করা যাচ্ছে না। তবে যেগুলি নিয়ে আলোচনা হবে, সেগুলিও গুরুত্বপূর্ণ।’’