কলকাতা, ৬ মার্চ:- তাঁর মাথা কেটে নিলেও এই মুহুর্তে রাজ্য সরকারি কর্মচারীদের আর মহার্ঘ্য ভাতা দেওয়ার ক্ষমতা সরকারের নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। রাজ্য বিধানসভায় আজ অর্থবিলের ওপর আলোচনার শেষে মুখ্যমন্ত্রী বলেন সরকারি কর্মীদের আরো মহার্ঘ ভাতা দেওয়ার মত টাকা নেই। এজন্য তিনি কেন্দ্রীয় সরকারের বঞ্চনাকে দায়ী করেন। তিনি বলেন, কেন্দ্র আবাসন, রাস্তা, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের বৃত্তির টাকাও বন্ধ করে দিচ্ছে। এইসব প্রকল্পের খরচ যোগাতে গিয়ে রাজ্য কোষাগার শূন্য হয়ে যাচ্ছে। অন্যদিকে ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে ফারাক আছে।
রাজ্য সরকার ষষ্ঠ পে কমিশনের সুপারিশে ৯৯ শতাংশ মহার্ঘ্য ভাতা মূল বেতনের সঙ্গে মিলিয়ে দিয়েছে। এর উপরেও এবারের বাজেটের ৩ শতাংশ ধরে মোট ৬ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে।সেই হিসাবে রাজ্য সরকারি কর্মীরা এই মুহূর্তে ১০৫ শতাংশ মহার্ঘ্যভাতা পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি দাবি করেন এরাজ্যের কর্মচারীদের বাড়তি ছুটি, বিদেশ ভ্রমন সহ যে সুযোগ সুবিধা দেওয়া হয় তা অন্য কোনোও রাজ্যে দেওয়া হয়না। একাধিক রাজ্য কর্মীদের পেনশন বন্ধ করে দিয়েছে। এ রাজ্য পেনশন বন্ধ করলে সেই খাতে সরকারের কুড়ি হাজার কোটি টাকা সাশ্রয় হত। সে ক্ষেত্রে আরও বিভিন্ন বিষয়ের জন্য অর্থের সংস্থান করা যেত। কিন্তু মানবিক কারণে সরকার সেই পথে হাঁটেনি।