এই মুহূর্তে জেলা

বিহারে জোড়া খুনের অভিযুক্ত ধৃত চন্দননগরে।

প্রদীপ বসু, ৩ মার্চ:- জোড়া খুন করে বিহার থেকে চন্দননগরে পালিয়ে এসে পুলিশের জালে অভিযুক্ত। বিহারের সমস্তিপুর জেলার তাজপুর থানা এলাকার মোরবা গ্রামের যুবক মহ আফরেজ সেখানকার বাসিন্দা শুভম মিশ্রকে গুলি করে হত্যা করে। এই ঘটনা দেখে ফেলে আনমোল কুমার। সেই কারণে তাকেও গুলি। করে সে। এই জোড়া খুন করে চন্দননগরের কলুপুকুরে পালিয়ে আসে বিহারের আফরেজ।

গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ চন্দননগরের কলুপুকুর থেকে আটক করে তাকে। এই খবর পেয়ে বিহারের পুলিশ চন্দননগর থানায় এসে বিহারে নিয়ে যায়। অভিযুক্তর নিকট আত্মীয় রয়েছে চন্দননগর, শিয়ালদায়। তবে কি কারণে হত্যা তা সঠিক এখনো বলতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে পুরণো শত্রুতা অথবা কোনো মহিলা সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটতে পারে।সবটাই তদন্ত চলছে। আরও অভিযুক্তের খোঁজ চলছে।