এই মুহূর্তে জেলা

মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির বিধায়ক।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- এযেন ঠিক মন্ত্রীর উলোট পুরাণ। মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির তৃণমূল বিধায়ক। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসনের নিষেধ থাকা সত্বেও মাইক হাতে বক্তৃতা দেন বলে অভিযোগ উঠেছে বালির বিধায়ক ডাঃ রাণা চ্যাটার্জির বিরুদ্ধে। যেখানে মন্ত্রী অরূপ রায় রবিবার সকালে বালির এক অনুষ্ঠানে গিয়ে মাইক ছাড়া খালি গলায় বক্তৃতা দেন, সেখানে ওইদিনই উল্টো ছবি নজরে আসে বিধায়কের ক্ষেত্রে। বালির বিধায়কের এমন কার্যকলাপ নিয়ে উঠেছে বিতর্ক। ঘটনা নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই নিয়ে বিধায়কের বক্তব্য জানা যায়নি।