এই মুহূর্তে জেলা

ছিনতাইয়ে বাধা, গৃহকর্তির গলায় ব্লেড চালালো পরিচারিকা।


হুগলি , ২৬ ফেব্রুয়ারি:- দিন-দুপুরে ছিনতাই করতে এসে গৃহকর্তির গলায় ব্লেড চালালো প্রাক্তন পরিচারিকা।। ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পান্ডুয়ার পূর্ব বালিঘাটার বাসিন্দা, কাজী আয়েশা সুলতানা নামে বছর ৪৫ মহিলা বাড়িতে একাই ছিলেন। এমন সময় তার সঙ্গে দেখা করতে আসে বাড়ির প্রাক্তন পরিচারিকা আমিনা বিবি ওরফে শৈল নামে এক মহিলা। অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজি আয়েশা সুলতানা নামে ঐ গৃহকর্তির কানে পড়ে থাকা

সোনার দুল ছিনিয়ে নিতে যায় আমিনা বিবি ওরফে শৈল নামে ওই মহিলা। বাধা দিতে গেলে দুই মহিলার মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ কাজী আয়েশা সুলতানা গলায় ব্লেড দিয়ে মারে। কান ছিঁরে কানের দুল ছিনিয়ে নেয়। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা জড়ো হলে চম্পট দেয় শৈল। স্থানীয়রা ওই গৃহকর্তীকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। ঘটনা তদন্ত করছো পান্ডুয়া থানার পুলিশ।