এই মুহূর্তে কলকাতা

কর্মক্ষেত্রে নিষ্ঠা ও বীরত্বের জন্য ১২ জন পুলিশ আধিকারিককে সম্মানিত করবে রাজ্য।

কলকাতা, ১১ আগস্ট:- কর্মক্ষেত্রে নিষ্ঠা ও বিরত্বের জন্য রাজ্য সরকার এবার ১২ জন পুলিশ আধিকারিককে সম্মানিত করবে। আগামী ১৫ ই আগষ্ট রে়ড রোডে ৭৫ তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই আধিকারিকদের পদক প্রদান করবেন। আউটস্ট্যান্ডিং এবং কমেন্ডেবল—এই দুই বিভাগে পুরষ্কার দেওয়া হবে। আউটস্ট্যান্ডিংয়ের তালিকায় রয়েছেন মনোজ মালব্য, প্রবীণ ত্রিপাঠি সহ মোট ৫জন আইপিএস আধিকারিক। অন্যদিকে কমেন্ডেবল বিভাগে ৭জন আইপিএস আধিকারিক পুরস্কৃত হচ্ছেন বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে। ডিসি ও এসপি পদমর্যাদার পুলিশকর্তারাও পুরস্কার প্রপকের তালিকায় রয়েছেন।

আউটস্ট্যান্ডিং বিভাগে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল পাচ্ছেন যে ৫জন পুলিশ আধিকারিক তাঁরা হলেন মনোজ মালব্য, আর রাজশেখরন, প্রবীণ কুমার ত্রিপাঠী, সুনীল কুমার চৌধুরী এবং দেবস্মিতা দাস। অন্যদিকে কমেন্ডেবল বিভাগে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল পাচ্ছেন যে ৭জন পুলিশ আধিকারিক তাঁরা হলেন অলোক রাজোরিয়া, রশিদ মুনির খান, আভারু রভীন্দ্রনাথ, রুপেশ কুমার, আকাশ মাঘারিয়া, জয়িতা বোস এবং কামনাশিষ সেন। গোটা তালিকায় মাত্র ২জন মহিলা আধিকারিকের নাম রয়েছে। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর হাত থেকেই এই দুই মহিলা পুলিশ আধিকারিক আগামী ১৫ আগস্ট মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল গ্রহণ করবেন। এই ২জন মহিলা পুলিশ আধিকারিক যথাক্রমে ২০০৯ ও ২০১০ সালে আইপিএস ব্যাচের। যে ১২জন আধিকারিক এই সম্মান পেতে চলেছেন তাঁদের মধ্যে ৭জন রাজ্য পুলিশের আধিকারিক। ৩জন কলকাতা পুলিশে কর্মরত এবং ১ জন করে হাওড়া ও বিধাননগর পুলিশ কমিশনারেটে কর্মরত।