এই মুহূর্তে জেলা

আহত রাজহাটের ময়ূর,চিকিৎসা চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে।


হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- পোলবার রাজহাটে নীলকন্ঠি ময়ূরের বাস। ঝাঁক ঝাঁক ময়ূর আম বাগান, বাঁশ বাগানে ঘুরে বেড়ায়।কখনো কুকুর কামরে দেয়, কখনো চোরা শিকারিরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরাই তাদের রক্ষা করে বিপদ থেকে। আজ একটি ময়ূর হটাৎই অসুস্থ হয়ে পরে রাজহাট উত্তরপাড়ায়। এক বালিকা ময়ূরটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যায়। জল দিয়ে শুশ্রূষা করা হয়। ময়ূরটির পায়ে আঘাত থাকায় দাঁড়াতে পারছিল না। গ্রামবাসী শ্যাম চন্দ ও উজ্বল মন্ডল ময়ূরটিকে নিয়ে পোলবা ব্লক হাসপাতালে রওনা দেন। কিন্তু ময়ূরের চিকিৎসা পশু হাসপাতালে হয় তাই আহত ময়ূরকে নিয়ে বাইক ঘুরিয়ে সটান চুঁচুড়ায় প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে ছুটলেন দুই গ্রামবাসী। চিকিৎসক স্টেথোস্কোপ দিয়ে দেখলেন, ওষুধ দিলেন তারপর স্বস্তি মিলল।

আবার বাইকে চাপিয়ে ময়ূর নিয়ে রাজহাটে ফিরলেন তারা। রাজ্য প্রাণিসম্পদ কেন্দ্রের চিকিৎসক জয়জিৎ মিত্র বলেন, আহত হয়ে পড়েছিল ময়ূর টি আঘাত পেয়েছে পায়ে। হাঁটতে পারছে না। দেখে ওষুধ দিলাম।আশাকরি ঠিক হয়ে যাবে। শনিবার বারোটা পর্যন্ত খোলা থাকে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। ময়ূরটিকে নিয়ে একটু দেরিতেই এসেছিল তবে আমি থাকায় অসুবিধা হয়নি। শ্যাম চন্দ উজ্বল মন্ডলরা বলেন, রাজহাটের বিস্তীর্ণ এলাকা ময়ূরের চারন ভূমি। ময়ূর আহত বা অসুস্থ হলে আমরা গ্রামবাসীরাই চিকিৎসার ব্যবস্থা করি। আজও একটি আহত ময়ূরকে নিয়ে এসে চিকিৎসা করালাম। এখন কদিন বাড়িতে রেখে সুস্থ করে আবার প্রকৃতিতে ছেরে দেওয়া হবে।