হুগলি, ৩০ অক্টোবর:- প্রচুর ছেঁড়া ৫০০ টাকার নোট উদ্ধার হল খন্যান চৌমাথা জিটি রোড চৌমাথার কাছে একটি খাদে। স্থানীয় সূত্রে খবর, সোমবার বেলা বাড়তেই স্থানীয়রা ওই খাদের জলে পাঁচশো টাকার নোট ভাসতে দেখেন। এরপরেই জল থেকে নোট তুলতে হুড়োহুড়ি পড়ে যায়।
অনেকেই সেই নোট তুলে দেখেন সবকটিই বিভিন্ন অংশ থেকে ছেঁড়া। পুলিশের অনুমান, নোটগুলি উই কিংবা ইঁদুরে খেয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই সব নোট জল থেকে তুলে নিয়েছেন স্থানীয়রা। কে বা কারা, কেন সেখানে ওই নোটগুলি ফেলে দিল, তা খতিয়ে দেখা হচ্ছে।